ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

কমিটির প্রথম সভা

সবার মতামত নিয়েই ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে সিদ্ধান্ত হবে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রথম সভা হয়েছে। সভায় এ বিষয়ে ক্যাম্পাসে সক্রিয় সব ছাত্রসংগঠন ও ছাত্রছাত্রীদের মতামত গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার বিকেলে উপাচার্য অফিস–সংলগ্ন সভাকক্ষে এ সভা হয়। সভায় সাত সদস্যবিশিষ্ট কমিটির সবাই অংশ নেন।

এ বিষয়ে কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, এটি কমিটির প্রথম সভা। সভায় গঠনতন্ত্র সংস্কার বিষয়ে প্রথমিক আলোচনা হয়। গঠনতন্ত্র সংশোধন বিষয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মতামত গ্রহণের মাধ্যমে সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সবার মতামত গ্রহণের প্রক্রিয়া কেমন হবে, তা শিগগিরই জানানো হবে।