ধান সংগ্রহে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চলতি বোরো মৌসুমে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি। তবে চাল সংগ্রহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ অর্জিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৪ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার মধ্যে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ৬৮৬ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের হার ৪৯ দশমিক ৯২। একই সময়ে সাড়ে ১৪ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগৃহীত হয়েছে ১২ লাখ ৯৩ হাজার ৮৩৮ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার ৮৯ দশমিক ২৯ শতাংশ।

আরেক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের সময়সীমা গত ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে তা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, দেশে খাদ্য ঘাটতি নেই।  জনসংখ্যার হিসাবে ২ কোটি ১৮ লাখ ৪ হাজার মেট্রিক টন খাদ্যশস্য প্রয়োজন। অন্যদিকে গত অর্থবছরে দেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৪ কোটি ২ লাখ ৯ হাজার মেট্রিক টন। অর্থাৎ উৎপাদন চাহিদার চেয়ে বেশি। চলতি অর্থবছরে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই।