মির্জা ফখরুল– জাপানি রাষ্ট্রদূত বৈঠক

নির্বাচনী ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা

বিএনপির মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ঢাকা, ৪ জুন
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বৈঠকে দেশের নির্বাচনী ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ রোববার সকাল ১০টায় ওই বৈঠক হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব ইয়ুকা লিগাই।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই বৈঠকে দেশের নির্বাচনী ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। দলটির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, জাপানের নতুন রাষ্ট্রদূত ঢাকায় এসেছেন। ফলে তিনি বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের সদিচ্ছা ব্যক্ত করেছে। সুতরাং জাপান তো আলাদা কোনো দেশ নয়। সবাই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য।’

বিএনপির এই নেতা উল্লেখ করেন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি রয়েছে, তা তাঁরা জাপানের রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেছেন।