ইসলামী আন্দোলন আগামী সোমবার গণমিছিলের ডাক দিয়েছে। ঢাকা, ৩ আগস্ট
ইসলামী আন্দোলন আগামী সোমবার গণমিছিলের ডাক দিয়েছে। ঢাকা, ৩ আগস্ট

সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী সোমবার সারা দেশে গণমিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এর আগে সরকার পতনের এক দফা দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন। মিছিল নিয়ে প্রথমে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। সেখানেই সোমবার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। পরে মিছিলটি নিয়ে হাইকোর্ট মাজার মোড় হয়ে আবারও পল্টন মোড়ের দিকে যায়। পল্টন মোড় হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ছাত্রদের ন্যায্য দাবির সঙ্গে তাঁরা একমত। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের পদত্যাগের দাবিতে আগামী সোমবার সকাল ১০টায় সারা দেশে গণমিছিল করা হবে। এই গণমিছিলে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

ফয়জুল করীম বলেন, ছাত্ররা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, ইসলামী আন্দোলন সেই ঘোষণার সঙ্গে একমত। এই সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। সরকারি কর্মচারী থেকে শুরু করে সব শ্রেণি–পেশার মানুষ যেন সরকারকে অসহযোগিতা করেন, সেই আহ্বান জানান তিনি।