সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে বিএনপি। সরকারের পদত্যাগের আন্দোলনে সামনে কেমন কর্মসূচি হতে পারে, সে ব্যাপারে শরিকদের অবস্থান জানার চেষ্টা করেছে দলটি।
বুধবার সন্ধ্যার পর এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে কর্মসূচির ধরন কেমন হতে পারে, সে ব্যাপারে শরিকদের অবস্থান জানাতে চায় বিএনপি। এ জন্য সমমনাদের সঙ্গে বৈঠক করছে বিএনপি।
গত ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ করার পরদিনই রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি নিয়েছিল বিএনপি। সেই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার কয়েকটি জায়গায় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
তবে মহাসমাবেশে বড় জমায়েত করার পরদিনই ২৯ জুলাই বিএনপির সেই অবস্থান কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের অংশগ্রহণ সেভাবে ছিল না। দলটির ওই কর্মসূচি পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতার অভিযোগ ও নানা প্রশ্ন ওঠে। এরপর এক দফা দাবিতে দলটি এখনো নতুন কর্মসূচি দেয়নি।
১২–দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মোয়াজ্জেম হোসেন আলাল দলের পক্ষে উপস্থিত ছিলেন। গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে ছিলেন মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, সাইফুল হক প্রমুখ।