ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী
ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী

মন্ত্রীরা রোজাদার মানুষের সঙ্গে ‘মশকরা’ করছেন: রিজভী

সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা রোজাদার মানুষের সঙ্গে ‘মশকরা’ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘রোজায় ইফতারের সময় খেজুর খাওয়ায় ধর্মীয় অনুভূতি কাজ করে। অথচ সরকার নিম্নমানের পচা খেজুরের দাম নির্ধারণ করে রোজাদারদের সঙ্গে উপহাস করেছে।’

আজ বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

বিএনপির এই নেতা আরও বলেন, পবিত্র রমজান মাসে মানুষ একটু শান্তি ও স্বস্তিকর পরিবেশে রোজা রাখবে, তাঁদের এমনই আশা-আকাঙ্ক্ষা। কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ অসহায় হয়ে পড়েছেন। বাজারে মাংসসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েই চলেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। কারণ, সিন্ডিকেটবাজরা সবাই সরকারের আশ্রিত।

রমজানে খেজুর আমদানিতে ভর্তুকির বদলে খেজুরকে বিলাসী পণ্য বানিয়ে শুল্ক বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, খেজুরের ওপর ভর্তুকি না দিলেও ‘ডামি সরকার’ শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংককে। আওয়ামী লুটেরা চক্র বিভিন্ন প্রজেক্টের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। ঋণ খেলাপি, লুটেরা, টাকা পাচারকারীদের বাঁচিয়ে রাখতে ভর্তুকি দিলেও ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের জন্য খেজুরে ভর্তুকি দিচ্ছে না।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির উদ্‌যাপন কমিটিও ঘোষণা করে। এ কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সদস্যসচিব জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কমিটিতে রয়েছেন আরও ১৪ সদস্য।