পবিত্র রমজান মাস এলেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের লুটপাট কয়েক গুণ বেড়ে যায় বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ (রেজা-ফারুক)। দ্রব্যমূল্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচতে দেওয়ারও আহ্বান জানিয়েছে দলটি।
আজ শুক্রবার এক হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচিতে গণ অধিকারের সদস্যসচিব ফারুক হাসান এসব কথা বলেন। পুরানা পল্টন কালভার্ট রোডের জামান টাওয়ারের সামনে এই কার্যক্রম শুরু হয়েছে। রমজান মাসব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি চলবে বলে জানিয়েছে দলটি।
কর্মসূচিতে দলের সদস্যসচিব ফারুক হাসান বলেন, ‘আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও চালিয়ে যাব।’
গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘দেশে এখন দ্রব্যের যে দাম তাতে সাধারণ মানুষের যায় যায় অবস্থা। এমন একটা অবস্থায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষদের মধ্যে গণ–ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি।’