ইরাকের কেমিক্যাল আলীর মতো বাংলাদেশে এখন কেমিক্যাল কাদের সৃষ্টি হয়েছে: রিজভী

শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ১০ অক্টোবর
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশেও একজন কেমিক্যাল কাদেরের সৃষ্টি হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘ইরাকে একজন মন্ত্রী ছিলেন, নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র প্রকল্প উনি তত্ত্বাবধান করতেন। তাই তাঁকে সবাই কেমিক্যাল আলী নামে ডাকতেন। এখন দেখি বাংলাদেশেও একজন কেমিক্যাল কাদেরের উদয় হয়েছে।’

বিএনপির নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেবেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন, তার প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেছেন, ইউরেনিয়ামের মধ্য দিয়ে ওবায়দুল কাদের প্রত্যক্ষভাবে বিএনপির নেতাদের হত্যার হুমকি দিয়েছেন।

রাজধানীর গাবতলীতে গত সোমবার দলের এক সমাবেশে ওবায়দুল কাদের বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও রিজভীর মাথায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেওয়ার কথা বলেন। তিনি বিএনপির নেতাদের আন্দোলন-কর্মসূচির হুমকি সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘ইউরেনিয়ামের দুইটা চালান এসে গেছে। পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।...যে লাফাবে, মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।’

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ইউরেনিয়ামের যে অ্যাটম বোমা গোটা পৃথিবীকে ধ্বংস করতে পারে, সেই তেজস্ক্রিয় ইউরেনিয়াম আপনি (ওবায়দুল কাদের) বিএনপির জাতীয় নেতাদের মাথায় ঢেলে দেবেন। আপনি কী করে এটা বলতে পারেন।’

রিজভী বলেন, ‘আজকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সরকার ও তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্ত হত্যা—প্রত্যেকটার সঙ্গে যে জড়িত, সেটারই আলামত বহন করে এই ইউরেনিয়াম ঢেলে দেওয়া। আমরা ইরাকে কেমিক্যাল আলীর কথা শুনেছি। বাংলাদেশে এখন কেমিক্যাল কাদের সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, এই কেমিক্যাল কাদেরদের দিয়ে মানুষকে যে শ্বাসরুদ্ধ করে মারা হবে, গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করা হবে, তা বলার অপেক্ষা রাখে না।

রুহুল কবির রিজভী বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া করেন। এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলী আজগর, সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ ও হেলালুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।