নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু

নিউইয়র্কে এবি পার্টির সদস্যসচিব

‘রাজনৈতিক দলগুলোকে নতুনদের আকাঙ্ক্ষা ও মনোভাব বুঝতে হবে’

রাজনৈতিক দলগুলোকে নতুনদের আকাঙ্ক্ষা ও মনোভাব বুঝতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দলটির যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা অনুষ্ঠানে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এবি পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, অতীতে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসনক্ষমতার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর অনীহা ও ঐতিহাসিক ভুলের কারণে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ফলে অধরা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশায় আবারও রক্ত দিয়ে নতুন স্বপ্ন রচনা করেছে ছাত্র-জনতা। এবারের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে না পারলে পরিণতি আরও করুণ হতে পারে।
সব রাজনৈতিক দলের প্রতি নতুনদের আকাঙ্ক্ষা ও মনোভাব বোঝার এবং অনুধাবন করার আহ্বান জানান মজিবুর রহমান।

মতবিনিময় শেষে মজিবুর রহমান ১১ সদস্যবিশিষ্ট যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে প্রধান সমন্বয়ক করা হয় সায়েব খালিসদারকে। এ ছাড়া কামরুল ইসলাম উপপ্রধান সমন্বয়ক এবং হারুন আল রশিদ তানভীরকে সমন্বয়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এম ইউ সাগর চৌধুরী, মোহাম্মাদ নাসির উদ্দিন নাসিম, মোহাম্মাদ তসলিম উদ্দিন, নওশাদ এইচ খান, কাজী সাকীন আনিকা, জয়নব সুলতানা, আলী ডোনার ও আনিসুর রহমান ভুঁইয়া।

আশিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কলামিস্ট মিনা ফারাহ, সাংবাদিক তারিক সাইদ, সাংবাদিক মনজুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সভাপতি অধ্যাপক মো. সোলায়মান, বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের (বাগ) প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সাংবাদিক আলমগীর হোসাইন, ব্যবসায়ী মনির হোসাইন প্রমুখ।