ঘূর্ণিঝড় মোখার প্রভাব মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি।
আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা এরই মধ্যে দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছি, এই চরম প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সব ধরনের সহযোগিতা করার জন্য তাদের অনুরোধ করেছি। আশা করি, জনগণ প্রাকৃতিক দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবিলা করবেন, অতীতে যেভাবে তাঁরা করেছেন। একই সঙ্গে সরকারকে বলতে চাই, এখানে কোনো রকম দলীয়করণ না করে সব মানুষের পাশে যেন তারা দাঁড়ায়।’
১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবিদ্রোহে নিহত কর্নেল নাজমুল হুদার মেয়ের করা মামলা প্রসঙ্গেও সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল।
সম্প্রতি বিএনপি যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে, তাতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শ নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ। তিনি এখন গৃহবন্দী।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।