সাড়ে আটটার দিকে পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে মশালমিছিল করে ছাত্র ইউনিয়ন
সাড়ে আটটার দিকে পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে মশালমিছিল করে ছাত্র ইউনিয়ন

ছাত্র ইউনিয়নের মশালমিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দুই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার প্রতিবাদ, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার রাতে ছাত্র ইউনিয়ন মশালমিছিল করে। সেই মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে।

পুলিশের লাঠিপেটায় ছাত্র ইউনিয়নের অন্তত তিন নেতা–কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের এই অংশের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

বাহাউদ্দিন শুভ রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘সাড়ে আটটার দিকে পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে তাঁরা মশালমিছিল বের করেন। মিছিলটি কিছুটা অগ্রসর হলে পুলিশ লাঠিপেটা করে। পরে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা এনামুল অনয়সহ বিভিন্ন ইউনিটের ১৫ নেতা–কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে।’

রাত ১০টা ৫০ মিনিটের দিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।