রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। ৭ আগস্ট, ২০২৪
রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। ৭ আগস্ট, ২০২৪

নয়াপল্টনে বিএনপির সমাবেশে বিপুল সমাগম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে শুরু করে নয়াপল্টন–ফকিরেরপুল হয়ে আরামবাগ পর্যন্ত লোকে লোকারণ্য।

সমাবেশ মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গত ১৬ জুলাই রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়ে ফটকে তালা লাগিয়ে দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ছাড়া কার্যালয়টির প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতাও টাঙিয়ে দিয়েছিল। পরে ১৯ জুলাই ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মী ওই তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর ২০ জুলাই বিএনপির লোকজন নিজেরাই কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন।

গ্রেপ্তার এড়াতেই ওই দিনের পর থেকে দলটির কোনো পর্যায়ের নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে যাননি। শেখ হাসিনা পদত্যাগের খবর জানাজানির পর গত সোমবার বিকেলে ওই কার্যালয়ের মূল ফটকের তালা খুলে বিএনপির নেতা-কর্মীরা ভেতরে প্রবেশ করেন।

আজ বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেওয়া হয়।