‘ক্ষমতাসীন আওয়ামী লীগের গুম, খুন, জুলুম নির্যাতনে বিএনপির নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের ঈদ আনন্দ আজ বিবর্ণ’—এই অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত। সবার বাড়িতে কোনো না কোনো শোকের মাতম।
আজ বুধবার দুপুরে মিরপুর শেওড়াপাড়ায় বিএনপির আন্দোলনে ‘পুলিশি নির্যাতনের শিকার’ নেতা-কর্মীদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। কাফরুল থানা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপি নেতা রিজভী বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে ১৭ বছর ধরে। সবকিছু উপেক্ষা করে দলীয় কর্মসূচি পালন করছেন দলের নেতা-কর্মীরা। দুঃসময় পার করছেন বিএনপি নেতা-কর্মীরা।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপি নেতা-কর্মীদের সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত। সবার বাড়িতে কোনো না কোনো শোকের মাতম। শোকাবহ পরিস্থিতি বিরাজমান বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে। আর আওয়ামী লীগ লুটপাট করছে দেশের অর্থনীতি। বিদেশে পাচার করছে টাকা।
সাধারণ মানুষও এবার কষ্টের মধ্যে ঈদ পালন করছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অভাবে হাটে গিয়ে সন্তান বিক্রি করছে বাবা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশাহারা।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণের কাছে আওয়ামী সরকারের কোনো জবাবদিহি নেই। এই আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার হরণ করে একতরফা ডামি নির্বাচন করেছে। ডামি নির্বাচনের পর অবৈধ এ সরকার এখন বিদেশি প্রভুদের সহযোগিতায় ক্ষমতায় বসে আছে।
কাফরুল থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আকরামুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানের সঞ্চালনায় ও থানা বিএনপির সদস্য ওয়াহিদ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান, মহানগর সদস্য হাজি মো. ইউসুফ প্রমুখ।