কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। ঢাকা, ৪ জানুয়ারি
কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। ঢাকা, ৪ জানুয়ারি

শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলা

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তাঁর অভিযোগ, ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁর ওপর ‘অতর্কিত আক্রমণ’ চালিয়েছেন। এ অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ফারুক হাসান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি। তাঁর অভিযোগ, আজ শনিবার বিকেলে শহীদ মিনারে হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফারুক হাসান ‘জাতীয় বিপ্লবী পরিষদ’ নামের নতুন একটি রাজনৈতিক দলের আয়োজনে শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যে জুলাই গণ–অভ্যুত্থানের পর ‘বিপ্লবী সরকার’ না হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফারুক হাসান বক্তব্যের পর মঞ্চ ছাড়লে কয়েকজন ব্যক্তি তাঁর সঙ্গে তর্কে জড়ান এবং একপর্যায়ে তাঁর ওপর হামলা করা হয়। এ সময় সমাবেশস্থলের কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন ওই ব্যক্তিরা। এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অভিমুখী সড়ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে মারধর করা হয়।

হামলার পর এক ভিডিও বার্তায় ফারুক হাসান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তিনি তাঁর রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেখানে ছাত্রদলের ‘সন্ত্রাসীরা’ উপস্থিত ছিল। সমাবেশে তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর ওপর অতর্কিত আক্রমণ করেছে। তাঁর মানিব্যাগ ও মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় কারও নাম উল্লেখ করেননি ফারুক হাসান।

তবে এ ঘটনার পর আজ সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, ‘এই ভুঁইফোড় সংগঠনটি (জাতীয় বিপ্লবী পরিষদ) ফারুককে আমন্ত্রণ জানিয়ে তাঁরাই ফারুকের ওপর হামলা করেছে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।’

এদিকে এ ঘটনায় ফারুক ছাত্রদলকে অভিযুক্ত করার পর ‘ছাত্রদলের নামে অপপ্রচারের প্রতিবাদে’ আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হবে বলে জানানো হয়েছে।