ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা, ৩০ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা, ৩০ নভেম্বর

জাতীয় ঐক্য সমুন্নত রাখার দাবিতে ছাত্র ফেডারেশনের ‘সংহতি যাত্রা’

ছাত্র–জনতার অভ্যুত্থানের জাতীয় ঐক্য সমুন্নত রাখতে এতে অংশগ্রহণকারী ছাত্রসংগঠনগুলোকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ সময় সবাইকে এক হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার বিকেলে ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে ‘সংহতি যাত্রা’র আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এমন দাবি জানায় ছাত্র ফেডারেশন।

সমাবেশে ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) সভাপতি মশিউর রহমান খান বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে বাংলাদেশের নাগরিকেরা প্রতিবাদ জানাচ্ছে। এর প্রেক্ষিতে ভারতীয় ডাক্তাররা ঘোষণা দিয়ে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।’

বিভিন্ন চক্রান্তের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করে মশিউর রহমান বলেন, ‘আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করা হচ্ছে। আমরা শুরু থেকেই জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলাম। জাতীয় ঐক্য রক্ষায় এর বিকল্প নেই। আমাদের সবাইকে এক হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যে নানা চক্রান্ত–ষড়যন্ত্র হচ্ছে, তার বিপরীতে জাতীয় ঐক্যকে সংহত করাই আমাদের মূল লক্ষ্য।’

সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাঁটাবনে গিয়ে শেষ হয়।