নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন চেয়ারম্যানরা

দ্বিতীয় ধাপের নির্বাচনে কুমিল্লা সদর, চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া-এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। এখন ২৩ এপ্রিল বাছাইয়ে ওই তিন উপজেলায় তিনজনের প্রার্থিতা বৈধ হলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন।

উপজেলা পরিষদ নির্বাচনের এই দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় তিন পদে ২ হাজার ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান। ২ হাজার ৫৫ জনের মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিন উপজেলায় চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে তাঁরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদে বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম (টুটুল) এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য। এ ছাড়া অন্য দুটি পদেও যাঁদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই, তাঁরা হলেন ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল।

প্রার্থীদের মধ্যে আমিনুল ও হোসনেয়ারা ২০১৯ সালের ১৮ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। আর আহমেদ নিয়াজ এবার প্রথমবারের মতো নির্বাচন করছেন। তাঁরা সবাই কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। তিন প্রার্থীই আদর্শ সদর উপজেলার পশ্চিম এলাকার বাসিন্দা। অনলাইনে তাঁদের মনোনয়নপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া।

দলীয় সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। সেই সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকা ওই তিনজনকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনীত করা হয়।

রাউজানেও তিন পদে নেই প্রতিদ্বন্দ্বিতা

চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ নির্বাচনেও মনোনয়নপত্র দাখিলকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন পদে একজন করে অনলাইনে মনোনয়ন ফরম জমা দেন। এর ফলে বিগত সময় কয়েক দফায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের মতো এবারও উপজেলায় তিনটি পদেই দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় ভোটারদের ভোটের দরকার হবে না।

যাঁরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন, তাঁরা হলেন চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এহেছানুল হায়দর চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবিনা ইয়াসমিন। তাঁরা অনলাইনে মনোনয়নপত্র জমা দেন গতকাল।

এই তিনজনের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুবিনা ইয়াসমিন ছাড়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের দুজন নিজ নিজ পদে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করছেন।

রাঙ্গুনিয়ায় ভোটের প্রয়োজন শুধু ভাইস চেয়ারম্যান পদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদেই ভোটারদের ভোটের প্রয়োজন হবে। কারণ, এই পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা।

তবে চেয়ারম্যান পদে দ্বিতীয় কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগমও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এবার উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করা ও ভোটার উপস্থিতি বাড়ানোর অন্যতম লক্ষ্য নিয়ে দলীয় প্রতীক দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপরও দ্বিতীয় ধাপে অন্তত তিনটি উপজেলায় চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

দ্বিতীয় ধাপের নির্ধারিত অন্য উপজেলাগুলোতে ভোট গ্রহণ হবে আগামী ২১ মে।

[এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, কুমিল্লা ও প্রতিনিধি, রাঙ্গুনিয়া]