অন্তর্বর্তীকালীন সরকার গঠনে দেরি এবং এ বিষয়ে এখনো বাম প্রগতিশীলদের সঙ্গে কোনো আলোচনা না করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি বলেছে, অথচ দেশবাসীর সামনে বলা হয়েছে যে সব রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
বুধবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেনের পাঠানো এক বিবৃবিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বাম–প্রগতিশীল দলের সঙ্গে কোনো আলোচনা না করায় দেশবাসীর মধ্যে উৎকণ্ঠা ও শঙ্কা বৃদ্ধি পাচ্ছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
রাষ্ট্র জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে উল্লেখ করে সিপিবি বলেছে, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুসহ জনগণের জানমালের ওপর আঘাত হানা হচ্ছে। একই সঙ্গে নতুন করে দখলদারত্ব ও লুটপাটের ঘটনা ঘটছে। এ অবস্থায় অবিলম্বে রাষ্ট্রকে যথাযথ উদ্যোগ গ্রহণ করে অতিসত্বর অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সিপিবি।