জাতীয় নাগরিক কমিটি
জাতীয় নাগরিক কমিটি

আরও ৫ থানা–উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও পাঁচটি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল মঙ্গলবার রাতে পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

গতকাল রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ২৩৬ সদস্যের, ডিমলা উপজেলায় ১৭৩ সদস্যের, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ৫৪ সদস্যের, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৯৪ সদস্যের এবং ঢাকার বংশাল থানায় ৪০ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।

এ নিয়ে দেশের ১০৫টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করল জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা ও উপজেলা ২৬টি। এর বাইরে ঢাকা মেডিকেল হাসপাতালেও প্রতিনিধি কমিটি করা হয়েছে। ঢাকার কমিটিগুলোর মোট প্রতিনিধির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৬।

অন্যদিকে সর্বশেষ ঘোষিত কমিটিগুলোসহ ঢাকার বাইরে বিভিন্ন জেলার ৭৯টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এসব কমিটির মোট প্রতিনিধির সংখ্যা ৮ হাজার ৩৩৯।

ঢাকা ও ঢাকার বাইরের কমিটিগুলো মিলিয়ে থানা ও উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির মোট প্রতিনিধি এখন ১১ হাজার ১০৫ জন।