কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এবি পার্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে এবি পার্টির নেতারা এই দাবি জানান।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের হুকুমে এই হামলা হয়েছে। যারাই এই হামলার সঙ্গে জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।’
দলটির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ ঘুষ নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে চাকরি দেওয়াসহ নানা অপকর্মের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মান ভূলুণ্ঠিত করেছে। এখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর আওয়ামী লীগ ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে।
সমাবেশ শেষে একটি মিছিল বিজয়নগর, কাকরাইল, পল্টন, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বিজয়নগর পৌঁছালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সভাপতি ববি হাজ্জাজ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দল দুটির নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব যোবায়ের আহমেদ ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল মামুন, আনোয়ার সাদাত, এ বি এম খালিদ হাসান, মহানগর নেতা আলতাফ হোসাইন, আনোয়ার ফারুক, ফিরোজ কবির, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ, সদস্যসচিব হাদিউজ্জামান প্রমুখ।