ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যেসব সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলো দেশের স্বার্থবিরোধী। এসব সমঝোতা স্মারকে বাংলাদেশের জনগণের কোনো কল্যাণ নেই।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। জাতীয় সংকট নিরসনে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
অনুষ্ঠানে চরমোনাই পীর বলেন, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার পেছনে ভারতের অবদানের প্রতিদান হিসেবে সরকার ভারতকে রেল ট্রানজিট দিয়েছে। সে জন্য ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো কিছু আদায় করতে পারেনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব ইউনুছ আহমাদ, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এবি পার্টির মহাসচিব মজিবুর রহমান প্রমুখ।
জাতীয় সংলাপ থেকে ভারতের সঙ্গে সই হওয়া সব সমঝোতা স্মারক বাতিল, চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৫ জুলাই সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওই দিন ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ শাখা।