গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে হয়রানি করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর দল। গণ অধিকার পরিষদ বলছে, জনবিচ্ছিন্ন সরকার দেশে একদলীয় শাসন স্থায়ী করতে ভিন্নমত দমনে প্রশাসন ও আদালতকে ব্যবহার করছে।
নুরুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে গণ অধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন।
রাশেদ খান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত হয়ে সাইবার নিরাপত্তা আইন হলেও ২০২২ সালে নুরুল হকের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর (বর্তমানে শিক্ষামন্ত্রী) মানহানি হয়েছে অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাটি করেছিলেন এক ছাত্রলীগ নেতা। ভিন্নমত দমন ও সরকারবিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে এবং হয়রানির উদ্দেশ্যেই এই ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জনবিচ্ছিন্ন সরকার দেশে একদলীয় শাসন স্থায়ী করতে ভিন্নমত দমনে প্রশাসন ও আদালতকে ব্যবহার করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।