গণতন্ত্র বাঁচাতে আওয়ামী লীগকে নির্বাচন বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ফেলানীর মৃত্যু দিবস। সেদিন আওয়ামী লীগের বিজয় নয়, পতন হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শুক্রবার গণ অধিকার পরিষদ আয়োজিত ‘ভোট বাঁচাও দেশ বাঁচাও’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, দলকানা ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রায় সব বিরোধী রাজনৈতিক দলের আপত্তিকে উপেক্ষা করে একপক্ষীয় ও অংশগ্রহণবিহীন জাতীয় নির্বাচন ঘোষণা করেছে। ৭ জানুয়ারি সেই ঐতিহাসিক দিন, যেদিন ভারতীয় বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে সীমান্তের কাঁটাতারে ঝুলছিল কিশোরী ফেলানীর লাশ। ফেলানী হত্যার যুগপূর্তির দিনে বাংলাদেশে নির্বাচনের নামে যে আওয়ামী মহড়া হচ্ছে, তা কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়।
এ নির্বাচন বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদী নীলনকশার নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি।
দলটির যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, আইনজীবী মহসিন রশিদ, ১২–দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
সভায় বক্তারা শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।