দলীয় বিভিন্ন সিদ্ধান্ত, কার্যক্রম এবং ঘোষণা নিয়ে গুজব বা ভুয়া খবরের মাধ্যমে ষড়যন্ত্রের বিষয়ে সাবধান থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ রোববার সন্ধ্যায় দেওয়া এক পোস্টে এ অনুরোধ করা হয়। দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার আগপর্যন্ত দলীয় বা অঙ্গসংগঠনের ব্যানারে কোনো অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণ না করতেও সেখানে অনুরোধ করা হয়।
আওয়ামী লীগের বিরুদ্ধে ‘চলমান ষড়যন্ত্র’ রুখে দিতে দলীয় নেতা–কর্মীদের অনলাইনে আরও সক্রিয় হয়ে দলের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে।
আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে লেখা হয়, ‘আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান। অফিশিয়াল পেজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত, কোনো কর্মসূচির খবর অবশ্যই গুজব। দলীয়ভাবে যেকোনো সিদ্ধান্ত জানানো হবে আওয়ামী লীগের দপ্তর থেকে ও সামাজিক যোগাযোগমাধ্যমে। দলীয় সব সিদ্ধান্ত ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ বা দলের প্রচার ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে জানানো হবে।'
সেখানে আরও বলা হয়, ‘কেউ কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হবে না।
অনলাইনে প্রতিবাদ করুন সকল অন্যায়ের।’