লাঠিসোঁটা নিয়ে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের বিক্ষোভ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মী-সমর্থকদের বিক্ষোভ
ছবি: দীপু মালাকার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা হয়েছে

আজ দুপুরের দিকে নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। এ অবস্থায় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানান।

ফয়জুল করিম বলেন, ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে এলে ৩০ থেকে ৪০ জন নৌকা–সমর্থক ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। হামলায় তিনিসহ তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

লাঠিসোঁটা হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা

হামলার খবর শুনে বরিশাল নগরের প্রবেশদ্বারগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ ছাড়া শহরের উপকণ্ঠে কাশিপুর চৌমাথা এলাকায় দলটির আরেক দল নেতা-কর্মী মিছিল নিয়ে আসেন। নগরের বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায়ও দলটির নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া যায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের বিক্ষোভ

দলটির মিডিয়া সেলে কেন্দ্রীয় উপ-সমন্বয়কারী কে এম শরিয়ত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এই বিক্ষোভ দলীয় নির্দেশে হচ্ছে না। প্রার্থীর ওপর হামলার খবর শুনে নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।’