জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর এই ছবিটি পিয়ারু ভাইয়ের তোলা
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর এই ছবিটি পিয়ারু ভাইয়ের তোলা

জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমেই সংসদ সদস্যরা কাজ করার সুযোগ পান। প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। জনগণের প্রতিনিধি হিসেবে তাদের প্রত্যাশা পূরণ ও কল্যাণ নিশ্চিত করতে নবনির্বাচিত সংসদ সদস্যদের কাজ করতে হবে। পাঁচ বছর পূর্ণ হলে কৃতকর্ম নিয়েই জনগণের কাছে ফিরে যেতে হবে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ‘দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। এ সময় স্পিকার কর্মসূচির উদ্বোধন করেন।

৭ জানুয়ারি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মন্তব্য করে স্পিকার বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট পাঁচবারের ও টানা চারবারের প্রধানমন্ত্রী। জনগণের ভোট ও সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হন। জাতীয় সংসদের প্রতিটি ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ও মনোযোগী।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট সংসদ ও দেশ গড়ে তুলতে সংসদ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য দেন। কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ অনুষ্ঠানে সংসদীয় কার্যক্রম সম্পর্কে একটি পর্ব এবং হুইপ ইকবালুর রহিম অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।