আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ‘রাজনৈতিক বৈধতাবিহীন সরকার’ বলে অভিযোগ তুলেছে এবি পার্টি। তারা মনে করে, এ ধরনের সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সংগঠনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছেন এবি পার্টির নেতারা। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি।
দেশের সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি বলে অভিযোগ তোলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। যে সরকার নিজেই আইনকানুন ও সংবিধান লঙ্ঘন করে, তারা কীভাবে আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা ফেরাবে, এমন অভিযোগ তুলে মজিবুর রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে দিয়েছে। রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসকারী এ ধরনের রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না।
সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ঋণ ও ঘাটতিভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামী দিনেও হবে না। একটি অনির্বাচিত সরকারের ওপর করদাতারা আস্থা রাখেন না।
আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, এ বছর আগের ১২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে, যা মোট রাজস্ব আয়ের প্রায় এক-তৃতীয়াংশ। সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতের সংস্কার নিয়ে তাদের কোনো উদ্যোগ নেই। রাজনৈতিক দলগুলো বারবার বলার পরও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হয়নি। এগুলো বন্ধ হলে তিন বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হতো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আবদুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির প্রমুখ।