দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে ফরিদপুরের পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এই জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মিজানুর রহমানের সই করা এক আদেশে ফরিদপুরের পুলিশ সুপারকে বদলির কথা জানানো হয়।
ওই আদেশে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বদলি হওয়া মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।