মেজর (অব.) আব্দুল মান্নান
মেজর (অব.) আব্দুল মান্নান

বিকল্পধারার সাবেক মহাসচিব আবদুল মান্নান কারাগারে

দুর্নীতির মামলায় বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম।

আদালত সূত্র বলছে, ২০ কোটি ২২ লাখ ৩ হাজার ৬৩০ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নানসহ ১৫ জনের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি মামলা করে দুদক।

আবদুল মান্নানের আইনজীবী শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, এ মামলায় মেজর (অব.) আবদুল মান্নান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবদুল মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৭ মার্চ এ মামলায় আবদুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান ও মেয়ে তাজরিনা মান্নান আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেন।