প্রস্তাবিত বাজেটে ধনিক শ্রেণির দুর্নীতি ও লুটপাটের দায় মেহনতি ও সীমিত আয়ের মানুষের ওপর চাপবে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলছে, গরিব মেরে ধনী পোষার অতীতের ধারা এবারের বাজেটেও অব্যাহত রাখা হয়েছে। সংকোচনমূলক এই বাজেট প্রবৃদ্ধি কমাবে, কিন্তু বেকারত্ব বাড়াবে।
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, উৎপাদনশীল খাতে সাধারণ শ্রমিকদের প্রকৃত মজুরি কমছে। অর্থনৈতিক সংকটের মুখে প্রণীত এ বাজেটে আয়ের বোঝা সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার একদিকে মূল্যস্ফীতিকে বাজেটের প্রধান চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছে; অন্যদিকে আইএমএফের নির্দেশ পালন করে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে তার দায় গ্রাহকের ওপর চাপিয়েছে। যাঁরা ঋণখেলাপি ও টাকা পাচারকারী, তাঁদের কাছ থেকে সরকার তা আদায় না করে ব্যাংকের সুদের হার বিপুল পরিমাণ বৃদ্ধি করেছে।
বাজেট প্রতিক্রিয়ায় সিপিবির নেতারা বলেন, সাধারণ মানুষের জন্য এখন সময়টা ভালো নয়। অধিকাংশ মানুষের প্রকৃত আয় কমে গেছে; কিন্তু নিত্যপণ্যসহ চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়ে চলেছে। সবার কাজের নিশ্চয়তা নেই। এ অবস্থায় প্রস্তাবিত বাজেট সাধারণ জনগণকে স্বস্তি দেবে না। বাজেট বক্তৃতায় মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়ে নানাভাবে কর ও মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটার পথ আরও প্রশস্ত করা হয়েছে।