সংসদে বিরোধী দলের বিষয়ে ফরিদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা সবাই একত্রে থাকব, এ রকম একটা প্রিলিমিনারি (প্রাথমিক) আলোচনা হয়েছে। সেরকম কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি।’
আজ বুধবার সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীরা শপথ গ্রহণ করেন।
এ কে আজাদ বলেন, তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। যেহেতু আমরা মোস্ট অব দেম উই আর ফ্রম আওয়ামী লীগ (অধিকাংশই এসেছি আওয়ামী লীগ থেকে)।
শপথ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের কাছে এ কে আজাদ বলেন, তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবেন। কর্মসংস্থান তৈরিতেও তিনি কাজ করতে চান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারপর রয়েছে জাতীয় পার্টি।
ফলে সংসদে বিরোধী দল কে হবে, তা নিয়ে এখনো নানা আলোচনা চলছে।
গত রোববার সারা দেশের ২৯৯টি আসনে ভোট হয়েছে। ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৮টি আসনের। এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন আর স্বতন্ত্র প্রার্থী ৬২ আসন, জাতীয় পার্টি ১১ এবং অন্যান্য ৩ আসন পেয়েছে।