বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশ করবে ছয় শহরে

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা একসঙ্গে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন। নয়াপল্টন, ঢাকা, ২ জুন
ছবি: সংগৃহীত

‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’—এ স্লোগানে ঢাকা মহানগরসহ বড় ছয়টি শহরে ‘তারুণ্যের সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

আজ শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের শীর্ষ নেতারা একসঙ্গে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন। আগামী ১০ বা ১১ জুন চট্টগ্রাম নগর থেকে এ কর্মসূচি শুরু হবে।

এ ছাড়া ১৭ জুন বগুড়ায়, ৭ জুলাই খুলনায়, ১৫ জুলাই বরিশালে ও ২২ জুলাই সিলেটে এবং সর্বশেষ ২৯ জুলাই ঢাকার নয়াপল্টনে সমাবেশ হবে।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল—বিএনপির সহযোগী এই তিন সংগঠন একসঙ্গে এ সমাবেশের আয়োজন করছে। তারা এ কর্মসূচিকে ‘তারুণ্যের সমাবেশ’ বলে উল্লেখ করেছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ তিন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচি ঘোষণা করে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, ‘আমরা তরুণসমাজকে রাজপথে ঐক্যবদ্ধ করতেই এ কর্মসূচি ঘোষণা করেছি।’

সুলতান সালাউদ্দিন আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বাস উপযোগী দেশ হিসেবে গড়ে তুলতে চাই, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। আমরা সেই বাংলাদেশে ফিরে যেতে চাই, যে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেখে গেছেন, যে বাংলাদেশকে বেগম খালেদা জিয়া সমৃদ্ধিশালী করে গড়ে তুলেছিলেন।’

যুবদলের সভাপতি অভিযোগ করে বলেন, এ সরকার দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। সন্ত্রাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান জিম্মি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। বেকারত্ব বেড়েছে। সমগ্র দেশবাসী আজ এ সরকারের দ্বারা নির্যাতিত,‌ নিপীড়িত। রিকশাচালক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী—সবাই সরকারের হাতে নির্যাতিত।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যারা ২০০৮ সালের পর ভোটার হয়েছি, কিন্তু ভোট দিতে পারিনি। তাদের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য চলমান আন্দোলনে তরুণ-যুবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা তারুণ্যের সমাবেশের আয়োজন করছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’স্লোগান হবে সমাবেশের মূল প্রতিপাদ্য। সমাবেশের প্রচারপত্রেও এ স্লোগান থাকবে। তবে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় সরকারের অধীন সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবি সামনে আনবে আয়োজক তিন সংগঠন।