ঢাকা মহানগরের বাইরের ৫ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
ছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের বাইরের ঢাকা জেলার ৫টি আসনে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন রয়েছে, সেগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার। আর মহানগরের বাইরের ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক (ডিসি)।

ঢাকা জেলার ৫টি সংসদীয় আসন হলো ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ), ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল থানা, সাভারের একাংশ ও কামরাঙ্গীরচর থানা), ঢাকা-৩ (কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন), ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) ও ঢাকা-২০ (ধামরাই উপজেলা)।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুসারে, গতকাল পর্যন্ত ঢাকা-১ থেকে ৫ জন, ঢাকা-২ থেকে ৭ জন, ঢাকা-৩ থেকে ৭ জন, ঢাকা-১৯ থেকে ১০ জন ও ঢাকা-২০ থেকে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র ও বিভিন্ন দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ বেড়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-১ থেকে আওয়ামী লীগের পক্ষে সালমান ফজলুর রহমান, জাতীয় পার্টির পক্ষে সালমা ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পক্ষে করম আলী, তৃণমূল বিএনপির পক্ষে মফিদ খান ও জাকের পার্টির পক্ষে মো. লুৎফর রহমান খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা-২ আসনে আওয়ামী লীগের পক্ষে মো. কামরুল ইসলাম, জাতীয় পার্টির পক্ষে শাকিল আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) পক্ষে সেলিম আহমেদ, জাকের পার্টির পক্ষে মো. আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ মবিনুল হক, হাবিবুর রহমান ও শাহীন আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের পক্ষে নসরুল হামিদ, জাতীয় পার্টির পক্ষে মো. মনির সরকার, জাকের পার্টির পক্ষে আবদুল রাজ্জাক, বাংলাদেশ কংগ্রেসের পক্ষে মো. জাফর, বাংলাদেশ তরিকত ফেডারেশন পক্ষে মো. কুদ্দুস মিয়া, বাংলাদেশ পিপলস পার্টির (এনপিপি) পক্ষে আব্দুল সালাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আলী রেজা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের পক্ষে মো. এনামুর রহমান, জাতীয় পার্টির পক্ষে মো. বাহাদুর ইসলাম, তৃণমূল বিএনপির পক্ষে মাহবুবুল হাসান, গণফ্রন্টের পক্ষে নুরুল আমিন, ন্যাশনাল পিপলস পার্টির পক্ষে মো. ইসরাফিল হোসেন সাভারী, জাকের পার্টির পক্ষে মো. শামসুদ্দিন আহম্মেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষে মো. জুলহাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএ) পক্ষে মো. সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সাইফুল ইসলাম ও তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের পক্ষে বেনজির আহমদ, জাতীয় পার্টির পক্ষে খান মোহাম্মদ ইসরাফিল, জাকের পার্টির পক্ষে মো. সাইদুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষে মিনাস উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির পক্ষে রেবেকা সুলতানা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান নাজিম উদ্দিন, মোহাদ্দেছ হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মাসুম কবীর ও এম এ মালেক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তাই মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে গতকাল পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।