গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ

ভোটের অধিকার নিয়ে নয়ছয় মানুষ মেনে নেবে না

বিএনপিসহ সমমনা দলগুলোর অবরোধের সমর্থনে বৃহস্পতিবার মিছিল করে গণতন্ত্র মঞ্চ
ছবি: সংগৃহীত

বিএনপিসহ সমমনা দলগুলোর অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। দৈনিক বাংলা মোড়, কালভার্ট রোড দিয়ে বিজয়নগর পানির পাম্প হয়ে পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এই সরকার জবরদস্তি করে ক্ষমতায় থাকতে আরও একটি পাতানো নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে গিয়ে দেশকে ভয়ংকর বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। মানুষের ভোটের অধিকার নিয়ে এ রকম নয়ছয় দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

সভার সভাপতি সাইফুল হক ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ জেলা স্তরে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে মানবাধিকার কমিশনের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিতম দাশ, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস ও নাগরিক ঐক্যের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাখখারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া প্রমুখ।