ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলাম ভয়ংকর বিষয় নয়, সহজ বিষয়। ইসলাম আসলে সবাই ভালো হয়ে যাবে। ইসলামি রাষ্ট্রের বিষয়ে দুশমনরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।
‘আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসুল (সা.)–এর ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন। আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরার হোয়াইট হল মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আরও বলেন, যারা নীতির ওপরে অবিচল থাকে, যে দল কথায়–কাজে মিল রেখে চলে; তাদের সঙ্গে ঐক্য হতে পারে।
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার আয়োজনে শাখা সভাপতি মুফতি মুফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শায়েখ যাকারিয়্যাহ ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের (উত্তর) সহসভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।