গণ অধিকার পরিষদের (রেজা–ফারুক) নেতারা বলেছেন, আগামী ৭ জানুয়ারি কোনো ভোট হচ্ছে না, ভারতীয় ‘স্পনসরড’ নির্বাচন হচ্ছে। তাঁরা বলেছেন, ভোটের নামে সরকার নতুন এক নাট্যমঞ্চের আয়োজন করতে যাচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে নেতারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ জানুয়ারি ‘আওয়ামী ডামি নির্বাচন বর্জনের দাবিতে’ গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। পরে পল্টন মোড়েও পুলিশের বাধার সম্মুখীন হন তাঁরা।
নেতা–কর্মীরা পুলিশর বাধা উপেক্ষা করে সেখানেই বক্তব্য দেন। বিক্ষোভ শেষে পল্টন এলাকায় ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন তাঁরা।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি কোনো ভোট হচ্ছে না, ভারতীয় স্পনসরড নির্বাচন হচ্ছে। ভোটের নামে সরকার নতুন এক নাট্যমঞ্চের আয়োজন করতে যাচ্ছে। এই নাটকে জনগণ সাড়া দেবে না।’
দলের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, আগামী ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস। ফেলানী হত্যা দিবসে অবৈধ সরকারের ভোট জনগণ রুখে দেবে। ওই দিন কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অবৈধ সরকারকে লাল কার্ড দেখান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান, শামসুদ্দিন, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মোজাম্মেল মিয়াজি, মহানগর উত্তরের আবদুল্লাহ, শফিকুল ইসলাম, নাজমুল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইমামউদ্দিন, ফায়সাল, হালিমা আক্তার, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ প্রমুখ।