মুখে স্লোগান দিয়ে, গালি দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচরণ বাংলার মাটিতে অনেক গভীরে। বিএনপির এক দফা এখন সোহরাওয়ার্দী উদ্যানের অন্ধকার গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তে পড়ে এক দফা মরণ যন্ত্রণায় ছটফট করছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে তত্ত্বাবধায়ক আর কখনো ফিরবে না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিরোধী দলকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘প্রতিদিন শুধু এক কথা, তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি নেতাদের বলি, পৃথিবীতে এখন একটি দেশ আছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকার আছে, আপনারা দলবল নিয়ে সেই দেশ পাকিস্তানে চলে যান। এই দেশে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান। নির্বাচনে আসুন। নির্বাচনের পথে আসুন। নাহলে আমও যাবে ছালাও যাবে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুলের বুকে বড় জ্বালা। চোখের পানিতে বুক ভেসে যায়। কী যে দরদ, কী যে মনের কষ্ট। আর খালেদা জিয়ার জন্য ৫০০ লোকের একটা মিছিল করতে পারে না।’
এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির।