সারা দেশের নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ শনিবার সকালে গণভবনে শুরু হয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করছেন।
আজ সকাল পৌনে ১১টার দিকে গণভবনে এ সভা শুরু হয়েছে। এর মূল লক্ষ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ‘কৌশলের’ কারণে দলের ভেতর যে দ্বন্দ্ব-বিভেদ তৈরি হয়েছে, তা কমানো। এ জন্য আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরের নেতারা এ সভায় উপস্থিত রয়েছেন। দলের স্বতন্ত্র সংসদ সদস্যরাও বৈঠকে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, বিশেষ বর্ধিত সভায় সারা দেশ থেকে তিন থেকে সাড়ে তিন হাজার দলীয় নেতা অংশ নেবেন।
সাধারণত জাতীয় নির্বাচনের আগে এ ধরনের বিশেষ বর্ধিত সভা হয়। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত আগস্টেও সভা হয়েছে। তবে এত অল্প সময়ের ব্যবধানে এর আগে বিশেষ বর্ধিত সভা হওয়ার নজির নেই।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দলীয় প্রধান একটা দিকনির্দেশনামূলক বক্তৃতা করবেন। মূল বার্তা থাকবে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছে কৌশলের অংশ হিসেবে। নির্বাচন শেষ, এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।