সাভারে আ.লীগের জনসভা শুরু, নেতা–কর্মীরা আসছেন দলে দলে

সাভারে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে দলে দলে আসছেন নেতা–কর্মীরা
ছবি: মাইদুল ইসলাম

সাভারে আওয়ামী লীগের জনসমাবেশ শুরু হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজের মাঠে আজ শনিবার বেলা দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। জনসভা উপলক্ষে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

'বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে' আয়োজিত হয়েছে এ সমাবেশ। সেখানে উপস্থিত আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসানসহ স্থানীয় নেতারা।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান বলেন, আমাদের এই সমাবেশ বিএনপির বিভাগীয় সমাবেশের পাল্টা কোনো সমাবেশ নয়। আমরা আজকের সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই, বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। এই সমাবেশে উপস্থিতির মাধমে আমরা প্রমাণ করতে চাই, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজের মাঠে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা

জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান উপস্থিত থাকবেন।

সাভারে আওয়ামী লীগের সমাবেশ–মঞ্চ

জনসভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতারা। তাদের মধ্যে রয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক, সাভার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান প্রমুখ। জনসভা সঞ্চালনা করছেন সাভার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,  আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির।