মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণ আন্দোলনে আরও বেশি বলীয়ান হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকারের ‘ভয়াবহ দুঃশাসন’ প্রতিরোধে জনগণ আন্দোলনে আরও বেশি বলীয়ান হয়ে উঠেছে—এই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। তাই জনগণ এই শাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ বক্তব্য দেন। বিবৃতিতে মির্জা ফখরুল দলের নেতা-কর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ করেন।

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আবদুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানো হয় আজ। এ ছাড়া আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গসংগঠনের ২৭ নেতা–কর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনাগুলো তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা–কর্মীদের মামলা দিয়ে কারান্তরিণ করার নির্মম খেলায় মেতে উঠেছে সরকার। এটি আওয়ামী ডামি সরকারের চলমান অপকর্মেরই নিরবচ্ছিন্ন অংশ।

বিবৃতিতে মির্জা ফখরুল দলের এই নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তি ও সব মামলা বাতিলের দাবি জানিয়েছেন।