ফেনীতে গণসমাবেশে বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। আজ বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে
ফেনীতে গণসমাবেশে বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। আজ বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে

ফেনীতে গণসমাবেশ

শেখ হাসিনার মতো এভাবে কেউ পালায়নি: মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘শেখ হাসিনা মনে করেছিলেন বিএনপি-জামায়াত-হেফাজতসহ সবাইকে নিশ্চিহ্ন করলে তাঁর আর শত্রু থাকবে না, তিনি বাধাহীনভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু রাজনৈতিক পরিচয়হীন ছাত্র-জনতার প্রতিরোধে এমন পরিণতি হয়েছে যে, নৃশংস গণহত্যা চালিয়েও তার শেষ রক্ষা হয়নি। তাকে দিনে দুপুরে পালিয়ে যেতে হলো।  তাঁরমতো এভাবে পৃথিবীতে কোনো স্বৈরাচার পালায়নি আজ পর্যন্ত।

এবি পার্টি ফেনী জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ফেনীর শহীদ মিনার চত্বরে আজ শনিবার বিকেলে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এবি পার্টি ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী শাহ আলম ।

সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছেন। কিছুদিন আগে পরশুরামের বিলোনিয়া বাঁধ খুলে দিয়ে ফেনীবাসীকে ৫ থেকে ১০ ফুট পানিতে ডুবিয়ে ছিল। সেই ভারতকে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের ফেনী নদীর পানি দিয়েছে। ফেনী নদীর পানি চুক্তি জাতির কাছে উন্মোচন করে বর্তমান সরকারকে চুক্তি বাতিল করতে হবে।

সমাবেশে যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনে তাদের কবর রচিত হয়েছে। তারা জাদুঘরে চলে গেছে। ৫০ বছরে নয় আগামী ৫০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারব না। শেখ হাসিনা যদি ভারত থেকে চট করে ফিরে আসতে চায় তাহলে আবু সাঈদ, মুগ্ধরাও এ জনপদে বারবার ফিরে আসবে।

এর আগে আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন বলেছেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে (কোয়ালিশন) যাচ্ছি না। বিএনপি-জামায়াত নিয়ে কোনো কোয়ালিশনে আমরা নেই। আমরা কোয়ালিশন করব ২৪-এর ছাত্র-জনতার অগ্রণী সেনাদের নিয়ে। যাদের নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’