আজ শনিবার সকাল সোয়া নয়টায় ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেন মেয়র প্রার্থী ইকরামুল হক
আজ শনিবার সকাল সোয়া নয়টায় ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেন মেয়র প্রার্থী ইকরামুল হক

ময়মনসিংহ সিটি নির্বাচন

ইভিএম নিয়ে ভোটারদের ভোগান্তি হচ্ছে: মেয়র প্রার্থী ইকরামুল হক

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভোগান্তির কথা জানালেন সদ্য সাবেক মেয়র ইকরামুল হক। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে ভোগান্তির কথা শুনছি। অনেকের আঙুলের ছাপ মিলছে না। ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়। বিড়ম্বনা হলে ভোটাররা কেন্দ্রে আসবেন না।’

আজ শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইকরামুল হক ভোট দিয়ে এ মন্তব্য করেন। তিনি আজ সকাল সোয়া নয়টায় নগরীর কালীবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেন। তিনি লড়ছেন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে।

ইকরামুল হক বলেন, ‘কেউ যেন ভোট না দিয়ে ফিরে না যায়, সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করব।’

ঘণ্টাখানেক আগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো বলে মন্তব্য করেন ইকরামুল। এখনও অনেকটা সময় আছে উল্লেখ করে ভোটার উপস্থিতি আরও বাড়ার আশা প্রকাশ করেন তিনি। বলেন, ‘নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমি আশা করি ভোট দিয়ে মানুষ আমাকে জয়যুক্ত করবে।’

২০১৮ সালের অক্টোবর মাসে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৯ সালের ৫ মে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক। এবার নিজ দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে ইকরামুলকে।

এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক (টিটু), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি (টজু)। এই তিন প্রার্থীর মধ্যে মূলত মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে নির্বাচনী প্রচারের সময়ে। এই তিনজনে ছাড়া রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ রেজাউল হক ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৩টি ওয়ার্ড। মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একটি ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷

ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ১২৮টি। নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ আর পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন।