দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে দুজনকে মনোনীত করেছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। তাঁরা হলেন সালমা ইসলাম ও নুরুন নাহার বেগম। এবার স্ত্রী শেরীফা কাদেরকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেননি জিএম কাদের।
ভাগে পাওয়া সংরক্ষিত দুটি আসনে জাপা সালমা ইসলামকে ঢাকায় আর নুরুন নাহার বেগমকে ঠাকুরগাঁও সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাপার কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাপার সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়।
দলীয় সূত্র জানিয়েছে, সালমা ইসলাম জাপার অন্যতম কো–চেয়ারম্যান। সালমা ইসলাম দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান। নুরুন নাহার বেগম দলের ভাইস চেয়ারম্যান। তিনি ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের আত্মীয়।
সংরক্ষিত নারী আসনে জাপার সংসদ সদস্য পদে সালমা ইসলামের পাশাপাশি দলের চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের নাম আলোচনায় ছিল। এই দুজনই গত সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন।