এ নিয়ে মোট ৫০টি আসনে ৭৬ জনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর পাওয়া গেল। তাঁদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ১১ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের আরও ২৪ নেতা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। গতকাল বুধবার ১৭টি আসন থেকে আওয়ামী লীগের ওই নেতারা তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত ৩৩ আসনে আওয়ামী লীগের ৫২ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এ নিয়ে মোট ৫০টি আসনে ৭৬ জনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর পাওয়া গেল। তাঁদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ১১ জন।
সংসদ নির্বাচনে অংশ নিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও পদত্যাগ করছেন। গতকাল পর্যন্ত জেলা ও উপজেলা পরিষদের মোট ৫৪ জন চেয়ারম্যান পদত্যাগ করেছেন বলে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছেড়েছেন আরও ২৫ জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান
হবিগঞ্জ-২ আসনের টানা তিনবারের সংসদ সদস্য আবদুল মজিদ খান আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হবিগঞ্জ-১-এ স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র কিনেছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
সুনামগঞ্জ-৪-এ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন; সুনামগঞ্জ-৫-এ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র কিনেছেন।
লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল হক। কুমিল্লা-৬-এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা। এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন।
স্থানীয় সরকার বিভাগের হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত জেলা পরিষদের চারজন চেয়ারম্যান ও একজন সদস্য এবং উপজেলা পরিষদের ৫০ জন চেয়ারম্যান পদত্যাগ করেছেন।
সিরাজগঞ্জ-৫-এ মনোনয়নপত্র তুলেছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস। পটুয়াখালী-২ থেকে মনোনয়ন ফরম কিনেছেন এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য হাসীব আলম তালুকদার।
সিরাজগঞ্জ-৩-এ মনোনয়নপত্র নিয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফুল আলম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল হালিম খান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়। এ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. আবদুল আজিজ।
বরগুনা-১ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, শেরপুর-১-এ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন এবং ঢাকা-৫ আসনে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এস এম আরিফুল ইসলাম ও মজিবুর রহমান।
খুলনা-১ আসনে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব প্রশান্ত কুমার রায় এবং খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা আবেদ আলী শেখ। খুলনা-৩-এ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফারুক হাসান; খুলনা-৪-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমান স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজভী আলম এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোর্ত্তজা রশিদী দারা; খুলনা-৫ থেকে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন; খুলনা-৬ আসনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জি এম মাহবুবুল আলম স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছেড়েছেন আরও ২৫ জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে পদত্যাগ করা জেলা ও উপজেলা চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪। স্থানীয় সরকার বিভাগের হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত জেলা পরিষদের চারজন চেয়ারম্যান ও একজন সদস্য এবং উপজেলা পরিষদের ৫০ জন চেয়ারম্যান পদত্যাগ করেছেন।