আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বাংলাদেশের রাজনীতি এ দেশের জনগণই নির্ধারণ করবেন। বিদেশিদের পরামর্শ অনুসারে এ দেশে রাজনীতি হবে না।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় শেখ সেলিম এ কথা বলেন।
শেখ সেলিম বলেন, বাংলাদেশে নির্বাচন হবে এ দেশের সংবিধান অনুসারে। এর বাইরে নির্বাচন হবে না। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের নাক না গলাতে অনুরোধ জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। এ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রের কোনো ব্যাপারে বাংলাদেশ নাক গলায় না। বাইরের দেশে অনেক কিছু ঘটে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় অনেক গন্ডগোল হয়েছে। বাংলাদেশ নাক গলায়নি।
শেখ সেলিম বলেন, ‘তারা (বিদেশি) একটা সাইডে মোটিভেটেড হয়ে আছে। ঘটনা ঘটার আগেই তারা একটা বিবৃতি দেয়।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, পুলিশের ওপর আক্রমণ হলো, পুলিশের রক্ত ঝরল, টেলিভিশনে দেখা গেছে। সেটার বিষয়ে তাঁদের (বিদেশি) কোনো কথা নেই। তাঁদের বক্তব্য এমনভাবে এসেছে, মনে হচ্ছে যে, আওয়ামী লীগ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে।
শেখ সেলিম বলেন, তাঁদের (বিদেশি কূটনীতিক) দেশে মিটিং করতে হলে কী হয়? হোয়াইট হাউসের সামনে বসে গিয়ে কেউ মিটিং করতে পারেন? লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে কেউ মিটিং করতে পারেন? সরকার তো বলেছে, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে মিটিং করুক।
অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।