জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব ঔদ্ধত্যমূলক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাবকে ঔদ্ধত্যমূলক বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, এসব তৎপরতা মহান মুক্তিযুদ্ধের অবমাননার শামিল। পরিস্থিতির সুযোগে এসব বেসামাল লাগামহীন কথাবার্তা দেশে বিভাজন ও বিভক্তির রাজনীতিকে নতুন করে আরও উসকে দেবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেছে, এসব দায়িত্বহীন আচরণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে, যার দায়দায়িত্ব পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারের কাঁধেও এসে পড়তে পারে। এ ধরনের তৎপরতা চলতে দিলে পরাজিত ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হওয়ার রাস্তাই কেবল প্রশস্ত হবে।

বেফাঁস উসকানিমূলক মন্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।