নির্বাচনকে কেন্দ্র করে এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কোনো কৌশলই টিকবে না বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
নেতারা বলছেন, সরকার এই নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে পারছে না। এই সরকারের খেলা শেষ হয়েছে।
আজ সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেছেন।
সপ্তম দফা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এই সমাবেশ করেছেন। সমাবেশের আগে তাঁরা ঢাকার সেগুনবাগিচা, নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, পুরানা পল্টন ও প্রেসক্লাব এলাকায় মিছিল করেন।
আওয়ামী লীগ ছাড়া আর কেউ নির্বাচনে যাচ্ছে না মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ বলছে স্বতন্ত্রও দাঁড়ানোর সুযোগ আছে। দলই মনোনয়ন দেবে, আবার দল থেকেই স্বতন্ত্র প্রার্থী দেবে। তাহলে এটা কি কোনো ভোট হবে?’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, এটা তাঁদের একটা কৌশল। এদের সবকিছুই কৌশল, অপকৌশল।’
সারা দেশের মানুষ রাজপথে যে রকম করে নেমেছে, আন্দোলন যে রকম করে চলছে, তাতে সরকারের কোনো কৌশল টিকবে না বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, গুরুত্বপূর্ণ কোনো মাফিয়া ও সিন্ডিকেট প্রধানকে এবার আওয়ামী লীগ মনোনয়নের বাইরে রাখেনি। দু-একজন নীতিভ্রষ্ট মানুষ ছাড়া বিরোধী শিবিরের কাউকে আওয়ামী লীগ নির্বাচনে নিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, ‘সরকারের মধ্যে বিরাট হতাশা তৈরি হয়েছে। ভেবেছিল, বিএনপিকে ভেঙে খানখান করে দেবে। বিএনপি নেই, তৃণমূল বিএনপি আছে—এ কথা বলে বিএনপি থেকে নেতা–কর্মীদের ভাগিয়ে আনবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।’
এই সরকারের অধীন নির্বাচনে যাওয়ার জন্য কেউ মনোনয়ন নিলে তাঁরা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন বলে মন্তব্য করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম। বর্তমান সরকার ১৫ বছর ধরে জোর করে ক্ষমতা দখল করে আছে বলে অভিযোগ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক এস এম রুবেল।