রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে আজ বুধবার দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ
রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে আজ বুধবার দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ

নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয়: বিএনপি নেতা সালাহ উদ্দিন

নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

আজ বুধবার রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সালাহ উদ্দিন আহমদ এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘এই সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আর সে জন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বের করেছি, এ ক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়।’

গণতান্ত্রিক যাত্রাপথে কোনো কৌশল প্রয়োগ না করার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, ভোটের জন্য সবাই অপেক্ষা করছে। তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে। যারা দোসরদের পালাতে সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করতে হবে।