গণ অধিকার পরিষদ: জাতীয় প্রেসক্লাব এলাকায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক
গণ অধিকার পরিষদ: জাতীয় প্রেসক্লাব এলাকায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক

আন্তর্জাতিক বন্ধুরা পাশে আছে: নুরুল হক

গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক বলেছেন, তাদের আন্দোলনে আন্তর্জাতিক বন্ধুরা পাশে আছে এবং আন্দোলন সফল হবে।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পথসভা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন,  দুর্নীতিবাজদের ক্ষমতার উচ্চ পদে বসিয়েছে। জনগণের এই আন্দোলনে আন্তর্জাতিক বন্ধুরা পাশে এসে দাঁড়িয়েছে,  আন্দোলন সফল হবে। স্বৈরশাসক কোথাও টেকেনি। এই সরকারও টিকবে না।

গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তাদের আর কেউ ক্ষমতায় চায় না। এই  একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না।

জাতীয় প্রেসক্লাব এলাকায় সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পথসভা করেছে গণ অধিকার পরিষদ

পথসভায় গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।