রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির পূর্বঘোষিত সমাবেশ শুরু হয়েছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে এই কর্মসূচি পালন করছে বিএনপি।
আজ সোমবার বেলা ২টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশ শেষে মিছিল করবে বিএনপি। তবে জনভোগান্তি বিবেচনায় রুট সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়েছে দলটি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে দলের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে নয়াপল্টনের সামনের সড়কে অবস্থান নিয়েছেন।
বেলা দুইটা থেকে ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দুই পাশের সড়ক হয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দুই পাশের সড়কেই এই মিছিল হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক।
বেলা দুইটার দিকে অস্থায়ী মঞ্চ থেকে আমিনুল হক ঘোষণা দেন, মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে তাঁরা মিছিলের রুট সংক্ষিপ্ত করেছেন।
এদিকে, বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ের দিকে সাঁজোয়া যান রাখা হয়েছে।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির পাশাপাশি সরকারবিরোধী বিভিন্ন জোট রাজধানীর বিভিন্ন এলাকায় আজ একই কর্মসূচি পালন করছে।