সংসদ অধিবেশন বসছে ২২ অক্টোবর

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বসবে আগামী ২২ অক্টোবর। ওই দিন বিকেল চারটায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সব ঠিক থাকলে এটিই হতে পারে চলতি সংসদের শেষ অধিবেশন।

চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার (২৯ জানুয়ারি) আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। সে হিসেবে অক্টোবরের অধিবেশনের পর আর সংসদের অধিবেশন না ডাকলেও চলবে।